October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 20th, 2023, 12:51 pm

শ্রীমঙ্গলে অভিভাবক দলের সাথে মাসিক সভা করেছে ব্রেকিং দ্য সাইলেন্সের

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল) :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়েজনে ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য অভিভাবকদের সাথে দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৯ নভেম্বর) উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের ভুড়ভুড়িয়া চা বাগান সভা অনুষ্ঠিত হয়। এসময় ব্রেকিং দ্য সাইলেন্স এর কোর সাপোর্ট মডেল (CSM) প্রকল্প কর্মকর্তা জুলেখা শাহজাহান ও সমাজ কর্মী শাওন শীল এর সঞ্চালনায় পাড়াভিত্তিক অভিভাবকদের ৩টি দলের সাথে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।

এসময় সভা উপস্থিত সদস্যদের কাছ থেকে শিশু সুরক্ষা, নারী ও শিশু নির্যাতন, জেন্ডার ভিত্তিক বৈষম্য, বাল্যবিবাহ, ইভটিজিং, জন্ম নিবন্ধনে পিছিয়ে পড়া ইত্যাদি বিষয়ে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়।