December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 7th, 2023, 6:13 pm

শ্রীমঙ্গলে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল) :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

রবিবার(৭ মে) দুপুরে এক এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাঙ্গির আলম সরদার।

তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলাকে মাদক মুক্ত রাখতে প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে শনিবার রাতে শ্রীমঙ্গল থানাধীন পৌরসভার সোনার বাংলা রোড এলাকায় থেকে অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,শ্রীমঙ্গল উপজেলার বিরাইমপুর এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ ইউসুফ (৪২),উক্ত আসামীর নামে ইতি পূর্বে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে জানান তিনি।

শ্রীমঙ্গল থানার ওসি(তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নির্দেশে এবং এসআই সজিব চৌধুরী ও এএসআই জিবন বাকতী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

ওসি, জাহাঙ্গীর আলম সরদার জানান, আটককৃতর নামে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয় এবং মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।