October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 5th, 2023, 3:06 pm

শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল) :

বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ অবদানের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগর আতর শিল্পে নারী উদ্যোক্তা জুলিয়ানা হায়দার অপুকে বিশেষ সম্মাননা প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় শহরের সাগরদিঘী রোডস্থ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি নিজের উদ্যেগে ১০০ ভাগ রপ্তানি মুখী আগর আতর শিল্প গড়ে তোলেন এবং চার মাসে প্রায় ১৩ কোটি টাকার সমপরিমাণ ডলার দেশে অর্জন করেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, বিশিষ্ট শিল্পপতি জিয়া হায়দার মিঠু, বিশিষ্ট সমাজ সেবক ও ওসমানী মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডা:হরিপদ রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ্ শারিফ আলী নাসিম, শ্রীমঙ্গল উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিনা সরকার প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১২ জন নারী উদ্যোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।