প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ভুমি সেবা সপ্তাহ-২০২৩। সোমবার (২২ মে) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে আয়োজিত ভুমি সেবা সপ্তাহ মুঠোফোনের মাধ্যমে উদ্বোধন করেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মো আব্দুস শহীদ।
পরে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার। উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান লিটন আহমদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ নেসার আহমদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব সহ প্রমুখ।
আরও পড়ুন
নওগাঁয় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১
ঢাকায় এসেছেন ভারতীয় সেনাপ্রধান
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত