October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 30th, 2022, 7:50 pm

শ্রীলঙ্কাতেই বসবে এশিয়া কাপের আসর

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক :

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কাতেই বসছে ১৮তম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে পূর্বের সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। তিন দিন এগিয়ে ২৪ আগস্ট থেকে এশিয়া কাপ শুরু করতে চায় শ্রীলঙ্কা। পূর্বঘোষিত সূচিতে এশিয়া কাপ ২৭ আগস্ট থেকে শুরুর কথা ছিল। অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে স্থানান্তর করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সম্ভবত সেটা হচ্ছে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এই সংবাদ নিশ্চিত করেছে পাকিস্তানের জিওটিভি, দ্য নিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যম। বোর্ডের একটি সূত্র দ্য নিউজকে জানিয়েছে, আন্তর্জাতিক সূচিতে সংঘর্ষ এড়াতে পাকিস্তানসহ অংশগ্রহণকারী কয়েকটি দল সূচিতে কিছুটা পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। সেপ্টেম্বরের শেষদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ২০২০ সালে শ্রীলঙ্কার মাটিতেই হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। কিন্তু করোনার কারণে সেটি স্থগিত হয়। ২০২১ সালে আয়োজনের কথা থাকলেও তা বাতিল হয়। এরপর আগামী আগস্টে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়া কাপে মোট ছয়টি দল অংশ নেবে। স্বাগতিক শ্রীলঙ্কাসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাছাই পর্ব থেকে একটি দল। ওই সূত্র আরো বলছে, ২৪ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর এশিয়া কাপ শেষ হলে পাকিস্তানের জন্য সুবিধা হবে। কারণ এতে তারা ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সঠিক সময়ে দেশে ফিরতে পারবে।