অনলাইন ডেস্ক :
জাতীয় থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সব জায়গাতেই যেন উড়ন্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এই মুহুর্তে ঢাকা এক্সপ্রেস খেলছেন জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি-টেন লিগে। সেখানেও শুরুটা দুর্দান্ত করেছেন এই টাইগার পেসার। এরই মধ্যে উড়ন্ত ফর্মে থাকা তাসকিন ডাক পেয়েছেন আরেক ফ্র্যাঞ্চাইজি লিগে। শ্রীলঙ্কার ঘরোয়া লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েচে তাসকিনকে। সোমবার তাসকিন নিজেই নিশ্চিত করেছেন ব্যাপারটি। ডাক পেলেও তাসকিন শ্রীলঙ্কাতে খেলতে যাবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়।
আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএলের আসরে। সেসময় জাতীয় দলের খেলা না থাকলেও এশিয়া কাপ আর বিশ্বকাপ উপলক্ষে টাইগারদের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। সেই ইয়াম্প থেকে তাসকিনকে ছাড়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখন বিসিবির হাতে। এদিকে, জিম আফ্রো টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্দান্ত শুরু করেছেন তাসকিন। এখন পর্যন্ত তিন ম্যাচে আগুনে বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন ঢাকা এক্সপ্রেস। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতেও দুই নম্বরেই রয়েছে তাসকিনের নাম।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’