October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 6th, 2021, 7:51 pm

শ্রীলঙ্কা সফরের জন্য টাইগার যুবাদের স্কোয়াড ঘোষণা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

২০২০ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর নতুন অনূর্ধ্ব-১৯ দল খুব বেশি খেলার সুযোগ পায়নি। ঘরের মাঠে আফগান যুবাদের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের পর এবার এসএম মেহেরব-আইচ মোল্লারা যাচ্ছেন বিদেশ সফরে। শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ও ৫ স্ট্যান্ডবাই ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। টাইগার যুবাদের শ্রীলঙ্কা সফর সূচি আগেই চূড়ান্ত ছিল। বুধবার (৬ অক্টোবর) স্কোয়াড জানাল বিসিবি। ১৬ সদস্যের স্কোয়াডের সঙ্গে আছে ৫ স্ট্যান্ডবাই ক্রিকেটার। স্কোয়াড ৭ অক্টোবর পৌঁছাবে শ্রীলঙ্কাতে, সেখানে ১০ অক্টোবর পর্যন্ত হোটেল আলিয়াতে রুম কোয়ারেন্টাইনে থাকবে তারা। ১১ থেকে ১৪ অক্টোবর ডাম্বুলার রনগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ট্রেনিং করবে মেহেরব-আইচরা। এই স্টেডিয়ামেই ১৫ তারিখ থেকে শুরু হবে সিরিজ।
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-
মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, এসএম মেহেরব হোসেন (অধিনায়ক), আইচ মোল্লা (সহ অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন, মোহাম্মদ গোলাম কিবরিয়া।
স্ট্যান্ডবাইঃ
মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার, মাহফুজুর রহমান রাব্বি
টাইগার যুবাদের শ্রীলঙ্কা সফর সূচিঃ
১ম ওয়ানডে- ১৫ অক্টোবর
২য় ওয়ানডে- ১৮ অক্টোবর
৩য় ওয়ানডে- ২০ অক্টোবর
৪র্থ ওয়ানডে- ২৩ অক্টোবর
৫ম ওয়ানডে- ২৫ অক্টোবর।