অনলাইন ডেস্ক :
স্কোয়াডে ফেরানো হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা আবদুল রহমানকে। দলে নিয়মিত খেলোয়াড়দের প্রায় সবাই আছেন। আসন্ন শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজের জন্য নিজেদের সম্ভাব্য সেরা দলই ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি আইসিসির বার্ষিক র্যাঙ্কিংয়ের হালনাগাদে ওয়ানডেতে শ্রীলঙ্কাকে টপকে ৮ নম্বরে উঠেছে আফগানিস্তান। এবার তাদের মাটিতে তিন ওয়ানডে খেলতে যাচ্ছে আফগানরা।
হাম্বানটোটায় আগামী ২ জুন শুরু ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ ৪ ও ৭ জুন। এই সংস্করণে গত বছরের নভেম্বরে সবশেষ লঙ্কানদের বিপক্ষেই খেলেছে আফগানিস্তান। মাস ছয়েক আগের ওই সফরের দলে থাকা গুলবাদিন নাইব, জিয়া উর রহমান আকবর, ইয়ামিন আহমাদজাই, শহিদউল্লাহ কামালরা এবার ১৫ জনের মূল স্কোয়াডে জায়গা পাননি। তবে তাদেরকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। ২০২১ সালের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে প্রথমবার দলে ডাক পান মিডিয়াম ফাস্ট বোলার আবদুল রহমান, তবে সেবার তিনি খেলার সুযোগ পাননি। ২১ বছর বয়সী এই পেসারের ১১ লিস্ট ‘এ’ ম্যাচে শিকার ১১ উইকেট। ব্যাট হাতে ২ ফিফটিতে সংগ্রহ ২২৮ রান।
বর্তমানে আইপিএলে ব্যস্ত আছেন রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, নুর আহমেদ, ফজলহক ফারুকি। তারা ছাড়াও মোহাম্মদ নবি, মুজিব উর রহমানদের মতো অভিজ্ঞ ও পরীক্ষিত তারকারাও আছেন দলে। দলটির নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহিদি। সদ্য সমাপ্ত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ১৫ ম্যাচ খেলেই ১১৫ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে আফগানিস্তান। ২৪ ম্যাচে ¯্রফে ৮১ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কাকে খেলতে হবে বাছাইপর্বে।
আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, আবদুল রহমান, ফজলহক ফারুকি, ফরিদ আহমেদ মালিক।
রিজার্ভ: গুলবাদিন নাইব, শহিদউল্লাহ কামাল, ইয়ামিন আহমেদজাই, জিয়া উর রহমান আকবর
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা