অনলাইন ডেস্ক :
নতুন এ গানে গায়ক ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের অনন্যা শ্রীতম নন্দা। নতুন এ গানটির সুর ও সংগীত করেছেন কাশি কাশ্যপ। শুক্রবার বিকেলে গানটি ‘আলট্রা বলিউড’-এর ইউটিউব ও ফেসবুক পেজে মুক্তি পায়। গায়ক নিজের ফেসবুকেও এ হিন্দি গানটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। নেটদুনিয়ায় গানটি মুক্তি পাওয়ার পরই শ্রোতাদের প্রশংসায় ভাসছেন কন্ঠশিল্পী ইমরান। কারণ ইমরানের গাওয়া হিন্দি গানটি ছিল ভারতীয় জনপ্রিয় শিল্পী অরিজিতের গাওয়া একটি বাংলা গান। বাংলা সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য ‘টুপটাপ’ শিরোনামে একটি গানে কন্ঠ দেন অরিজিৎ।
সম্প্রতি ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটির হিন্দি সংস্করণ করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘আলট্রা ইন্ডিয়া’। বাংলা এ গানটির হিন্দি সংস্করণের জন্য প্রতিষ্ঠানটি দুই মাস আগে বাংলাদেশের কন্ঠশিল্পী ইমরানকে পছন্দ করে। গায়কের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন সুরকার কাশি কাশ্যপ। অনলাইনেই গানের সব কথাবার্তা চূড়ান্ত হয়। সুর অনুযায়ী, ঢাকায় বসেই হিন্দি গানটি তৈরি করে ইমরান অনলাইনে পাঠিয়ে দিলে কোনো সংশোধনী ছাড়াই তা চূড়ান্ত করে আলট্রা ইন্ডিয়া।
আরও পড়ুন
অরুনা বিশ্বাসের মুখে ‘‘থুথু” দিলেন পরীমনি
একাত্তরে জন্ম নিলে এই শিল্পীরা রাজাকার হতো: ফারুকী
কিছু শিল্পীর আসল চেহারা প্রকাশ পেয়েছে: সাদিয়া আয়মান