October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 31st, 2022, 12:36 pm

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ ধাপে ২২ জেলার ৪২ উপজেলায় ২১৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ২ হাজার ১৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।

২১৮ ইউপির মধ্যে ২১৬টিতে প্রচলিত ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

এ ধাপের ইউপি নির্বাচনে প্রায় ৪২ লাখ মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে বিভিন্ন পদে ১১ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯ জন, সংরক্ষিত আসনে ২ হাজার ৫৫৯ জন মহিলা এবং সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত আসনে ৩২ জন মহিলা এবং সদস্য পদে ১০০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গত ১৮ ডিসেম্বর ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

—ইউএনবি