October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 15th, 2021, 7:22 pm

সংগীতশিল্পী রবি চৌধরী এবার নির্বাচনের মাঠে

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধরী এবার নির্বাচনের মাঠে নেমেছেন। তিনি প্রতিদ্বন্দ্বীতা করছেন গুলশানের অল কমিউনিটি ক্লাবের আসন্ন নির্বাচনে পরিচালক পদে। ২০১৩ সালেও একবার এই ক্লাব থেকে পরিচালক পদে নির্বাচন করে জয়লাভ করেছিলেন তিনি। এবারও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী এই গায়ক। আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অল কমিউনিটি ক্লাবের ২০২১-২২ মেয়াদের নির্বাচন। এবারের নির্বাচনে ১০টি পরিচালক পদের জন্য লড়বেন ১৫ জন। মোট ১২০০ ভোটার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান রবি চৌধুরী। এ প্রসঙ্গে এই সংগীতশিল্পী বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে আমি এ ক্লাবের সদস্য। ক্লাবের হয়ে নিয়মিত বিভিন্ন কার্যক্রমে অংশ নেই। সবার সঙ্গে আমার সম্পর্কটাও বেশ ভালো।আশাকরি আগের মতো এবারও সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’