অনলাইন ডেস্ক :
শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে ও সন্তান গ্রহণের ইস্যুতে অনেকদিন ধরেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন নায়িকা শবনম বুবলী। মাঝে কিছুদিন চুপ ছিলেন তারা। তবে সম্প্রতি আবারও বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। দিন কয়েক আগে বুবলীর জন্মদিন ছিলো, সে সময় তিনি জানান, শাকিব তাকে হীরের নাকফুল উপহার দিয়েছেন। বুবলীর এমন বক্তব্যের খবরের লিংক শেয়ার করেন শাকিবের প্রাক্তন স্ত্রী, নায়িকা অপু বিশ্বাস। সঙ্গে জুড়ে দেন তাচ্ছিল্যের হাসিমাখা মন্তব্য। এরপর বুবলীও পাল্টা জবাব দেন। অপু-বুবলীর মধ্যে একপ্রকার অন্তর্জাল যুদ্ধ লেগে যায়। পুরো বিষয়টি নিয়ে শাকিব খানও মুখ খুলেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার কোনোরকম যোগাযোগই নেই; হীরের নাকফুলের কথাও সত্য নয়। এমনকি অপুর মতো বুবলীকেও নিজের অতীত বলে মন্তব্য করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক। শাকিবের এই বিস্ফোরক মন্তব্যের পর ধৈর্যের বাঁধ ভেঙেছে বুবলীর। এতদিন শাকিবকে নিয়ে এমন কোনো মন্তব্য তিনি করেননি, যেটাতে নায়কের সম্মানহানি হয়। তবে এবার প্রকাশ্যেই সব কিছু নিয়ে কথা বলবেন তিনি। সংবাদ সম্মেলন করে জানাবেন শাকিবের সঙ্গে তার সম্পর্কের হালহকিকত। সংবাদমাধ্যমকে বুবলী বলেছেন, ‘প্রায় সাত বছর ধরে তার (শাকিব) সঙ্গে সম্পর্ক। এই সাত বছরে কখনও তার সম্মানহানি হয় এমন কোনো কথা কোথাও বলিনি। তার সম্মান যেন ঠিক থাকে সর্বদা, সেদিকে খেয়াল করে চলেছি। তার অনুমতি নিয়েই অন্য নায়কদের সঙ্গে কাজ করেছি। কিন্তু তাতে কী হলো? সে তো একের পর এক মন্তব্য করে আমার সম্মানহানি করছে। আমার ভাবমূর্তি নষ্ট করছে।’ সন্তান শেহজাদ খান বীরের ভবিষ্যতের কথা ভেবে এবার সবার সামনে মুখ খুলবেন বলে হুঁশিয়ারি দিলেন বুবলী। তবে কবে কোথায় সংবাদ সম্মেলন করবেন, সেটা এখনই জানাননি এ নায়িকা। তার ভাষ্য, “দু’দিন পর পর আমাকে নিয়ে এভাবে মন্তব্য করা তো মেনে নেওয়া যায় না। আমি তো সব কিছু ঠিক রাখতে কম চেষ্টা করিনি। যখন তার সঙ্গে যোগাযোগ থাকে, তখন এক রকম। আবার একটু দূরে এলেই আরেক রকম। কিন্তু আমি তো তার সম্মানহানি হয়, এমন কিছু কখনও বলিনি, করিওনি। তাহলে আমাকে নিয়ে কেন একের পর এক এভাবে মন্তব্য! তাই ভাবছি এখন আমার উচিত বিষয়গুলো নিয়ে কথা বলা। না হলে সবাই আমাকে ভুল বুঝবে।” ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। প্রথম বিয়ের মতো দ্বিতীয় বিয়ের খবরও চেপে রাখেন এ নায়ক। এই গোপনীয়তার মধ্যেই ২০২০ সালের ২১ মার্চ বুবলী মা হন। এই সমস্ত তথ্য প্রকাশ্যে আনেন বুবলী, চলতি বছরের অক্টোবরে। যদিও এর আগে থেকেই বুবলীর সঙ্গে শাকিবের দূরত্বের খবর ভেসে বেড়াচ্ছে সিনে পাড়ায়। তাদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়। তবে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে কিনা, তা শাকিব-বুবলী কেউই স্পষ্ট করে জানাননি। শাকিবের বক্তব্য অনুসারে, তাদের সম্পর্ক ভেঙে গেছে। এবার বুবলী নতুন কী তথ্য সামনে আনেন, সেটাই দেখার পালা।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ