বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আবারও শীর্ষে থাকায় রবিবার সকালে হালকা বৃষ্টি নগরবাসীর জন্য কিছুটা স্বস্তি দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আরও বলা হয়, এর সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
—-ইউএনবি
আরও পড়ুন
সীমানা জটিলতার মামলায় : কিছু পৌরসভার নির্বাচন না হওয়ায় প্রশাসকদের পোয়াবারো
মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে তিতাসের গ্যাসলাইন
সাতক্ষীরায় টর্নেডোর আঘাতে ৪৫টি ঘরবাড়ি বিধ্বস্ত