অনলাইন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে ওপার বাংলার পাঠকনন্দিত গণমাধ্যম আনন্দবাজার অনলাইন। এ গণমাধ্যমটি প্রতি বছরই দুই বাংলার শোবিজকর্মীদের মধ্যে থেকে বছরের সেরা তারকা নির্বাচিত। পাশাপাশি গণমাধ্যমটি তাদের পুরস্কৃতও করে আসছে।
এবার পরীমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পুরস্কার পেয়ে অনুভূতি প্রকাশ করে পরীমণি ফেসবুকে গতকাল সোমবার দুপুরের দিকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে পরীমণি লেখেন, এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন।
আমার শুভাকাক্সক্ষী, দর্শক ভক্ত এবং অনুসারী যারা রয়েছেন, আপনাদের ভালোবাসার জন্যে আজ আমি এখানে দাঁড়িয়ে। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। পরীমণি আরও লেখেন, আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা মনে থাকবে আমার। প্রিয় কলকাতা আমি তোমাকে ভালোবাসি।
আরও পড়ুন
সুলতানপুর: ফর্মুলায় আক্রান্ত ধারাবাহিকতাহীন ছবি
নায়ক ফারুকের আসনে ফেরদৌস
আপনাদের দোয়ায় ভালো আছি: সাফা