রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে রবিবার একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সকাল ১০টা ৫২ মিনিটে এ্যাডভেঞ্চার-৯ নামে লঞ্চটিতে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
—ইউএনবি
আরও পড়ুন
চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনের আগুনে নিহত ১
বাজেট ২০২৩-২৪: স্বাস্থ্য খাতে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দ