May 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 11th, 2024, 4:57 pm

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত ৫

অনলাইন ডেস্ক :

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ এবং এক শিশু রয়েছে বলে জানা যায়।

সদরঘাট নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ১১নং পন্টুনের সামনে এ ঘটনা ঘটে। পাঁচ জন গুরুতর আহত যাত্রীকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এমভি তাশরিফ–৪ ও এমভি পূবালী–১ নামের দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। লঞ্চ দুটির মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ–৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে লঞ্চে ওঠার সময় পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়।