November 30, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 12th, 2022, 9:37 pm

সপ্তাহে ৪ দিন ভার্চুয়ালি চলবে চেম্বার জজ আদালত

নিজস্ব প্রতিবেদক:

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী রোববার থেকে সপ্তাহে চারদিন ভার্চুয়ালি পরিচালিত হবে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বুধবার (১২ জানুয়ারী) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংশ্লিষ্টদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান আগামী রোববার ১৬ জানুয়ারি থেকে সপ্তাহে প্রতি রোব, সোম, মঙ্গল ও বুধবার (১২ জানুয়ারী) দুপুরে আড়াইটা থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদী শুনানিতে অংশ নেবেন। এর আগে গত মঙ্গলবার চেম্বার জজ আদালতে মামলায় শুনানিকালে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এমন ঘোষণা দেন।পরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। তিনি বলেন, শুনানিকালে বিচারপতি ওবায়দুল হাসান উপস্থিত আইনজীবীদের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত আছেন কি-না জানতে চান। এরপর তিনি উপস্থিত আইনজীবীদের আগামী ১৬ জানুয়ারি থেকে ভার্চুয়ালি আদালত চলবে বলে জানান। এসময় আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। বুধবার (১২ জানুয়ারী) সেটি বিজ্ঞপ্তি আকারে জানানো হয়। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গণপরিবহনে যাত্রী পরিবহন নিয়ন্ত্রণ, উন্মুক্ত স্থানে সবধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখাসহ ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আগামী ১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে জানা গেছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে নতুন এ বিধিনিষেধ আরোপ করা হয়।