October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 2nd, 2022, 7:11 pm

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আসুন আমরা সবাই মিলে ঈদুল-ফিতরের সুখ ও আনন্দ ভাগাভাগি করি।”

প্রধানমন্ত্রী ঈদুল-ফিতরের মহিমায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেছিলেন, “ভালো থাকুন এবং নিরাপদ থাকুন, ঈদ মুবারক। ”

রবিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এক মাস সিয়াম সাধনার পর আসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

—-ইউএনবি