October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 28th, 2022, 8:15 pm

সবার আগে বিশ্বকাপে ইরান

অনলাইন ডেস্ক :

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে নিলেন মেহদি থারেমি। শেষ পর্যন্ত সেটিই গড়ে দিল ম্যাচের ভাগ্য। ইরাককে হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে বাছাই পেরিয়ে কাতার বিশ্বকাপের টিকেট পেল ইরান। তেহরানে বৃহস্পতিবার এশিয়া অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইরান। ৪৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন দলে ফেরা থারেমি। কোচের সঙ্গে দ্বন্দ্বে গত নভেম্বরে বাছাইয়ের ম্যাচগুলিতে খেলা হয়নি পোর্তোর এই ফরোয়ার্ডের। এই নিয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল ইরান। আগের প্রতিবারই অবশ্য তাদের বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকে। একই দিন লেবাননকে ১-০ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে বিশ্বকাপের টিকেট পাওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেছে দক্ষিণ কোরিয়া। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে শীর্ষে আছে ইরান। সমান ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ কোরিয়া। তিন নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরাতের পয়েন্ট ৯। ‘বি’ গ্রুপের ম্যাচে মেলবোর্নে ভিয়েতনামকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও এখনও তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৪। চীনকে ২-০ গোলে হারিয়ে জাপান সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সৌদি আরব। এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সরাসরি বিশ্বকাপে খেলবে। তৃতীয় হওয়া দুই দল নিজেদের মধ্যে খেলার পর বিজয়ী দল আরেকটি প্লে-অফে লড়বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দলের সঙ্গে।