September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 7th, 2023, 8:27 pm

সবার জন্য উন্মুক্ত ‘বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্র উৎসব ২০২৩’

অনলাইন ডেস্ক :

বিশ্ব চলচ্চিত্রে গত ১২৮ বছরে নির্মিত বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্রগুলোর মধ্য থেকে নির্বাচিত ২০ ত্রয়ীর ৬০টি বিশ্বসেরা চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে ‘বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্র উৎসব ২০২৩’। বিশ্বজুড়ে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের চলচ্চিত্রিক এই কীর্তিসমূহ পাঠ ও বিচারের আন্তরিক প্রয়াসের সঙ্গে নিজেস্ব চলচ্চিত্র চিন্তার বিকাশ গভীরভাবে সম্পর্কিত। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহ-আয়োজনে ‘বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উৎসব উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিশুসাহিত্যিক ও অগ্রজ চলচ্চিত্র সংসদকর্মী কাইজার চৌধুরী এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। এ বছর কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে ‘বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর উদ্বোধনী ত্রয়ী চলচ্চিত্র হবে মৃণাল সেন নির্মিত ‘কলকাতা ট্রিলজি’। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শিত হবে চলচ্চিত্রকার মৃণাল সেনের কলকাতা ট্রিলজির প্রথম চলচ্চিত্র ‘ইন্টারভিউ’।

আগামীকাল শনিবার প্রদর্শিত হবে কলকাতা ট্রিলজির অপর দুটি চলচ্চিত্র এবং মৃণাল সেনের কলকাতা ট্রিলজি নিয়ে বিশেষ বক্তৃতা-কলকাতা ট্রিলজি:মৃণাল সেনের রাজনীতি। এছাড়াও শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে ‘কলকাতা ৭১’, বিকেল সাড়ে ৫টায় বিশেষ বক্তৃতা এবং সন্ধ্যা সাড়ে ৬টা প্রদর্শিত হবে ‘পদাতিক’। ‘বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর সকল আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।