November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 11th, 2022, 7:46 pm

সমালোচনার জবাব দিলেন অনন্যা

অনলাইন ডেস্ক :

ট্রেলার প্রকাশের পর থেকে দীপিকা পাডুকোন, অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী ও ধইরিয়া কারওয়ারের ‘গেহরাইয়ান’ সিনেমাটি নিয়ে দর্শক কৌতূহল বেড়েছে। তবে সিনেমাটির ট্রেলারে প্রকাশিত অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য নিয়েও বেশ সমালোচনা চলছে বোদ্ধামহলে। এ নিয়ে গুঞ্জনও রটেছিল যে, ‘শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের’ সিনেমা হিসেবে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন নির্মাতা শাকুন বাত্রা। তিনি জানিয়েছেন, সেন্সর বোর্ড কিছু দৃশ্যে আপত্তি জানিয়েছিল। সেই দৃশ্যগুলো বাদ দেওয়ার পর মুক্তি অনুমতি দিয়েছে বোর্ড। শাকুন বাত্রা বলেন, ‘আমি গল্পের প্রয়োজনে কিছু ঘনিষ্ঠ দৃশ্য রেখেছি। অন্তরঙ্গতা চলচ্চিত্রের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, এটি চলচ্চিত্রের বর্ণনার একটি ছোট অংশ মাত্র। তবে চেষ্টা করেছি নেতিবাচক প্রভাব পড়ে এমন কিছু না করার। সেটা দর্শকরা হলে গেলেই বুঝতে পারবেন।’ বিষয়টি নিয়ে অনন্যা বলেন, ‘শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের এমন আগ্রহ আমাদের জন্য অনেক বড় পাওয়া। সমমনা মানুষগুলোর সঙ্গে এমন একটি ভালো কাজ করতে পারাও দারুণ কিছু। আর অন্তরঙ্গতা নিয়ে যারা সমালোচনা করছেন তারা হলে গেলেই চুপসে যাবেন। কারণ তারা না জেনেই সমালোচনা করছেন। সিনেমাটিতে শৈল্পিকভাবেই নির্মাতা দৃশ্যগুলো উপস্হাপন করেছেন। আগে সিনেমাটি দেখুন, তারপর সমালোচনা করুন।’ উল্লেখ্য, শাকুন বাত্রা পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।