November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 5th, 2022, 7:54 pm

সমিতির ভোটাধিকার ফিরে পাচ্ছেন শাকিব

অনলাইন ডেস্ক :

শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সদস্য তিনি। কিছুদিন পর এই সংগঠনের নির্বাচন। সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ পড়েন এই নায়ক। টিআইএন সার্টিফিকেটসহ কিছু কাগজপত্র জমা না দেওয়ায় প্রাথমিক ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছিল বলে জানা যায়। তবে নতুন খবর হচ্ছে- সমিতির ভোটাধিকার ফিরে পাচ্ছেন শাকিব। প্রযোজক সমিতি সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোটার হালনাগাদ করে তালিকা প্রকাশ করা হবে, সেখানে থাকবে এই তারকার নাম। প্রযোজক সমিতিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করেন শাকিব খান। এর পরিপ্রেক্ষিতে তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর আগে, (২৫শে মার্চ) নিয়ম না মানায় শাকিবের ভোটাধিকার বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে রয়েছে প্রশাসক। আগামী (২১ মে) নির্বাচনের মাধ্যমে সংগঠনটিতে নতুন নেতৃত্ব আসবে।