October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 29th, 2022, 7:43 pm

সম্প্রচারে ফিরছেন শখ

অনলাইন ডেস্ক :

গত ২৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এরপর কিছুটা বিরতি দিয়ে চলতি বছরের মার্চে নাটকের শুটিংয়ে অংশ নেন। নাম ছিল ‘ফাটাফাটি প্রেম’। নাটকটি এবার প্রচারে আসছে। শুক্রবার (২৯ জুলাই) এটি দেখাবে আরটিভি। ‘ফাটাফাটি প্রেম’ লিখেছেন জুয়েল এলিন। পরিচালনায় আছেন জাকিউল ইসলাম রিপন। বিষয়টি নিয়ে শখ বলেন, ‘দুই-তিন বছর পর এই নাটকের জন্যই ক্যামেরার সামনে দাঁড়াই। খুবই ভালো লেগেছে কাজটি করে। আমি যখন সন্তানসম্ভবা তখনই পরিচালক রিপন ভাই আমাকে বলেছিলেন, নাটকে ব্যাক করলে তার মাধ্যমেই যেন করি। সব মিলিয়ে কাজটা হয়েছিল।’ নাটকের গল্পে দেখা যাবে, অরিনের বিয়ে। কাফনের কাপড় গায়ে জড়িয়ে কতক্ষণ পরপরই রনি ফোন দিয়ে বলছে, তাকে না পেলে সে সুইসাইড করবে। একই কথা শুনে শুনে ত্যক্ত-বিরক্ত হয়ে অরিন সাফ জানিয়ে দেয়, এরপর সত্যি সত্যি মরে কনফার্ম হয়ে তারপর যেন তাকে ফোন দেয়। অরিনের শর্ত ছিল রনি যেন নিজের পায়ে দাঁড়াতে চাকরি করে। কিন্তু সে হয়েছে সবজি বিক্রেতা। নাটকে শখের বিপরীতে অভিনয় করেছেন যাহের আলভী।