নিজস্ব প্রতিবেদক:
বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের সহযোগী মেহেদী আলমকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৩রা ডিসেম্বর) ভোরে রাজধানীর পল্টনের একটি বাসা থেকে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. মেহেদী আলম (৪২), মো. যুবরাজ খান (৩২)। র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার ফারজানা বলেন, বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, সম্রাটের সহযোগী শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদীর নেতৃত্বে পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও তার আশপাশ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চলছিল। নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আরও জানতে পারি, ওইসব এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল গ্রেপ্তারকৃতরা। মেহেদীর নেতৃত্বে তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। সেই সঙ্গে সাধারণ জনগণকে নির্যাতন ও হয়রানি করতো তারা। গ্রেপ্তারকৃত মেহেদী মিথিলা এন্টারপ্রাইজের নামে পল্টন এলাকায় মোটরসাইকেল পার্কিং নিয়ে চাঁদাবাজি করে আসছিলো।
আরও পড়ুন
সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
এফআইআরে নাম থাকলেই গ্রেপ্তার নয়, পুলিশ আগে তদন্ত করবে: ডিএমপি কমিশনার