September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 11th, 2023, 9:54 pm

সয়াবিন ও পাম তেলের দাম কমছে, কার্যকর কাল

ফাইল ছবি

দেশের ভোজ্যতেল পরিশোধনকারীরা তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ায় বুধবার থেকে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম কিছুটা কমবে।

মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা কমে ১৫৯ টাকা হয়েছে।

বিভিওআরভিএমএ-এর মতে, সয়াবিন তেলের ৫ লিটার বোতলের দাম ৮৭৩ টাকা। যা আগের দাম থেকে ৪৩ টাকা কম।

পাম তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমে ১২৮ টাকা এবং বোতলজাত পাম তেলের দাম লিটার প্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

—-ইউএনবি