October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 30th, 2022, 8:23 pm

সরকারি শিশু পরিবার বালিকা ময়মনসিংহ সেরা প্রতিষ্ঠান

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এ সরকারি শিশু পরিবার (বালিকা) ময়মনসিংহ সেরা প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করেছে। সরকারি শিশু পরিবার (বালক), শম্ভুগঞ্জ, ময়মনসিংহে ২৮-২৯ মে ২০২২ তারিখে বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের আটটি প্রতিষ্ঠানের পিতা-মাতার যত্নবঞ্চিত চার শতাধিক শিশুর অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি শিশু পরিবার বালিকা ময়মনসিংহের মেয়েরা ২২টি প্রথম পুরস্কার, ১৭ টি দ্বিতীয় পুরস্কার এবং ৬ টি তৃতীয় পুরস্কারসহ সর্বমোট ৪৫ টি পুরস্কার পেয়ে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করে। এছাড়া মেয়েদের ক্রিকেট খেলাতে সরকারি শিশু পরিবার বালিকা ময়মনসিংহ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। শনিবার এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আশরাফ আলী খান খসরু। আজ পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় পরিচালক জনাব তাহমিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত সকল শিশুর উন্নয়ন নিশ্চিত করতে হবে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ এবং সরকারি শিশু পরিবার বালিকা ময়মনসিংহের উপতত্ত্বাবধায়ক মোসাঃ নাজনীন নাহার ময়মনসিংহ জেলার সরকারি শিশু পরিবার বালিকা সেরা প্রতিষ্ঠানের পুরস্কার পাওয়ায় সন্তোষ প্রকাশ তরেন।