October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 27th, 2022, 7:12 pm

সরকার মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারে কাজ করছে: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং দারিদ্র্য ও ক্ষুধামুক্ত একটি অসাম্প্রদায়িক সমাজ গড়তে চান।

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেক দূরে চলে গিয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু আমাদের ওপর হামলা নয়, সমগ্র বাঙালি জাতির ওপর হামলা ছিল।

তিনি বলেন, মানুষের মুক্তি এবং তাদের একটি সুন্দর ও উন্নত জীবন নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন।

শেখ হাসিনা আরও বলেন, তার সরকার ২০২১ সালে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে যখন দেশ জাতির পিতার জন্মশতবার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে।

—ইউএনবি