September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 19th, 2024, 7:56 pm

সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মনোযোগী, মুদ্রা সরবরাহে সতর্ক: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন

সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মনোযোগী এবং মুদ্রা সরবরাহ বাড়ানোর বিষয়ে সতর্ক বলে জানিয়েছেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার শেরে-বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কর্মকর্তাদের গুরুত্বের ভিত্তিতে প্রকল্পগুলোকে তালিকাভুক্ত করার আহ্বান জানান তিনি।

সতর্কতার সঙ্গে প্রকল্প নির্বাচনের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘প্রকল্পগুলোকে সেগুলোর তাৎপর্য অনুসারে তালিকভুক্ত করুন।’

রাজনৈতিক সরকারগুলো প্রায়ই রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য তাদের নির্বাচনি এলাকায় অসংখ্য প্রকল্প গ্রহণ করে বলে স্বীকার করেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘আমি রাজনৈতিক সরকারগুলোর সমালোচনা করছি না, কিন্তু এটা বাস্তব যে তারা তাদের রাজনৈতিক লক্ষ্য মাথায় রেখে অনেক প্রকল্প গ্রহণ করে।’

চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের মাঝামাঝি সময় বন্ধের আশঙ্কা প্রসঙ্গে আলোচনার সময় পরিকল্পনা উপদেষ্টা প্রকল্প সমাপ্তির পর অবশিষ্ট ব্যয় ও প্রত্যাশিত অর্থনৈতিক সুবিধার মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেন।

বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এটিই একমাত্র বিবেচ্য বিষয়।’

—–ইউএনবি