November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 6th, 2023, 8:17 pm

সরফরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ বাঁচাল পাকিস্তান

অনলাইন ডেস্ক :

জিততে হলে পাকিস্তানকে গড়তে হতো রেকর্ড। তিনশর বেশি রান তাড়ায় শূন্য রানে ২ উইকেট আর শেষ দিনের প্রথম সেশনে আরও ৩ উইকেট হারানোর পর তাদের সামনে চোখ রাঙাচ্ছিল পরাজয়। অসাধারণ এক সেঞ্চুরি ও দারুণ দুটি জুটিতে বরং জয়ের আশা জাগালেন সরফরাজ আহমেদ। বারবার রঙ বদলের ম্যাচে শেষ বেলায় তার বিদায়ের পর জয়ের পাল্লা আরেকবার হেলে পড়ল নিউ জিল্যান্ডের দিকে। তবে ম্যাচ বাঁচিয়ে ফিরল পাকিস্তানের শেষ উইকেট জুটি। করাচিতে শেষ দিনে ব্যাট-বলের দারুণ লড়াইয়ের পর ড্র হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। ৩১৯ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান ৯ উইকেটে করে ৩০৪ রান। জয়ের হাতছানি ছিল দুই দলের সামনেই। আলোকস্বল্পতায় খেলা শেষ হয় তিন ওভার বাকি থাকতে। এই সিরিজ দিয়ে প্রায় চার বছর পর সাদা পোশাকে ফিরে টানা তিন ফিফটির পর এবার ১৭৬ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সরফরাজ। তার বিদায়ের পর ৩.৩ ওভার কাটিয়ে দিয়ে ১৭ রান তোলে নাসিম শাহ ও আবরার আহমেদের দশম উইকেট জুটি। দুই ম্যাচের সিরিজ শেষ হলো সমতায়। একই মাঠে প্রথম টেস্টও ড্র হয়েছিল।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৪৪৯
পাকিস্তান ১ম ইনিংস: ৪০৮
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ৮২ ওভারে ২৭৭/৫ ডিক্লে.
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৩১৯) ৯০ ওভারে ৩০৪/৯ (আগের দিন ০/২) (ইমাম ১২, মাসুদ ৩৫, বাবর ২৭, সরফরাজ ১১৮, শাকিল ৩২, সালমান ৩০, হাসান ৫, নাসিম ১৫*, আবরার ৭*; সাউদি ২০-৭-৪৩-২, হেনরি ২১-৩-৬৯-১, সোধি ১৮-২-৫৯-২, ব্রেসওয়েল ২০-২-৭৫-৪, এজাজ ৭-১-৩২-০, মিচেল ৪-২-৫-০)
ফল: ম্যাচ ড্র
সিরিজ: দুই ম্যাচে সিরিজ ০-০ ড্র
ম্যান অব দা ম্যাচ: সরফরাজ আহমেদ
ম্যান অব দা সিরিজ: সরফরাজ আহমেদ