October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 23rd, 2022, 12:40 pm

সর্বকালের সেরা ১০ ছবির তালিকায় ৩ বাঙালি নির্মাতার ছবি

অনলাইন ডেস্ক :

সর্বকালের সেরা ১০ ভারতীয় ছবি কোনগুলো? এ বিষয়ে সম্প্রতি একটি সমীক্ষা চালায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস (এফআইপিআরএসসিআই)। সেই তালিকায় স্থান পেয়েছে কিংবদন্তী তিন বাঙালি নির্মাতার চারটি সিনেমা! এরমধ্যে শীর্ষে আছে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘পথের পাঁচালী’ (১৯৫৫)। সর্বকালের সেরা দশ সিনেমার মধ্যে সত্যজিত রায়ের আরও একটি সিনেমা স্থান করে নিয়েছে। সিনেমাটির নাম ‘চারুলতা’ (১৯৬৪)। তালিকায় এই সিনেমার অবস্থান ৭ নম্বরে! এছাড়া আরও দুই বাঙালি নির্মাতার দুটি সিনেমা আছে সেরা দশের তালিকায়। এরমধ্যে ঋত্বিক ঘটকের কালজয়ী সিনেমা ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০) রয়েছে তালিকার দুই নম্বরে। আরেক কিংবদন্তী নির্মাতা মৃণাল সেনের হিন্দি ভাষায় নির্মিত ‘ভুবন সোম’ (১৯৬৯) রয়েছে তালিকার তিন নম্বরে। এছাড়াও ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে আদুর গোপালকৃষ্ণণের মালায়ালাম সিনেমা ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১), গিরীশ কাসারাভাল্লির কন্নড় ছবি ‘ঘাটশ্রাদ্ধ’ (১৯৭৭) এবং এমএস সথ্যুর ‘গরম হাওয়া’ (১৯৭৩)। ৮ম স্থানে রয়েছে শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ (১৯৭৪), নবম স্থানে রয়েছে গুরু দত্তের ‘পিয়াসা’ (১৮৫৪) এবং ১০ম স্থানে রমেশ সিপ্পির ১৯৭৫-এর ছবি ‘শোলে’। এফআইপিআরএসসিআই নামের চলচ্চিত্র সমালোচকদের এই সংগঠনটি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। কান, ভেনিস বা ভিয়েনা ইত্যাদি চলচ্চিত্র উৎসবে এই সংগঠন বিভিন্ন ছবিকে পুরস্কৃত করে থাকে। জানা গেছে, ভারতীয় সিনেমার এই সমীক্ষা পর্বটি অত্যন্ত গোপনেই সামাধা করে এফআইপিআরএসসিআই। এখানে মতামত দিয়েছেন সংগঠনের ৩০ জন সদস্য।