September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 1st, 2024, 8:57 pm

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা।

সোমবার (১ জুলাই) থেকে সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রস্তাবিত সুপারগ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আন্দোলন সফল করতে কর্মবিরতি পালন করে শাবিপ্রবির শিক্ষক সমিতি।

এদিন বিভাগীয় অফিসগুলোও বন্ধ রাখেন কর্মকর্তা-কর্মচারীরা।

শিক্ষক সমিতির কর্মসূচি ঘোষণার পর থেকে সব ধরনের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস।

শাবি শিক্ষক সমিতির কর্মসূচির মধ্যে রয়েছে-

১. শাবিপ্রবির সব বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকরা বিভাগের/ইনস্টিটিউটের ক্লাস (অফলাইন/অনলাইন) নেওয়া থেকে বিরত থাকবেন।

২. সান্ধ্যকালীন, শুক্র ও শনিবারের প্রফেশনাল কোর্সের সকল ক্লাস ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

৩. শিক্ষকরা মৌখিক, মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষাসহ সব প্রকারের পরীক্ষা কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখবেন।

৪. সব ডিন, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সব ধরনের প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

৫. শিক্ষকরা সিলেকশন বোর্ড, একাডেমিক কমিটি, পরিকল্পনা কমিটি, প্রশ্নপত্র সমন্বয় ও অন্যান্য সভায় অংশগ্রহণ থেকে বিরত থাকবেন।

৬. আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষকরা সব প্রকারের কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন থেকে বিরত থাকবেন।

কর্মবিরতিকালে প্রতিদিন দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

আন্দোলনকারীরা বলছেন, এই স্কিমে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করলে তা বড় ধরনের ক্ষতি হবে। বেতন থেকে নির্দিষ্ট অংশ কেটে পেনশন দেওয়ার পদ্ধতিতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন।

এদিকে শিক্ষকদের এই কর্মসূচি দীর্ঘ হলে বিশ্ববিদ্যালয়ে সেশন জট হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষকরা ছাড়াও শাবিপ্রবিতে অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক এবং সহকারী কর্মচারীরাও আলাদা আলাদা ব্যানারে কর্মবিরতি পালন করছে।

—–ইউএনবি