October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 2nd, 2021, 8:45 pm

সর্বনিম্ন তাপমাত্রা সিলেটের শ্রীমঙ্গলে ১৫.৬ ডিগ্রি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

সিলেটের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার (২রা নভেম্বর) ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে। একদিন আগে গত সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের জেলা নীলফামারীর ডিমলায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় গত সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ২ ডিগ্রি থাকলেও মঙ্গলবার (২রা নভেম্বর) কিছুটা বেড়ে হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, তামিলনাড়ু উপকূলের অদূরে শ্রীলঙ্কায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে কমরিন ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মঙ্গলবার (২রা নভেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে মনোয়ার হোসেন বলেন, এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে। গত সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত দু’দিন ধরে কম তাপমাত্রা বিরাজ করছিল। মঙ্গলবার (২রা নভেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি রেকর্ড করা হলেও গত সোমবার ২ পয়েন্ট কমে দেশের মধ্যে সর্বনিম্ন ১৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি। তবে ২ নভেম্বর ১ ডিগ্রি বেড়ে ১৬ দশমিক ৫ ডিগ্রি ঘরে তাপমাত্রা পৌঁছায়।