অনলাইন ডেস্ক :
শ্রীলঙ্কার পুলিশ দেশটির ক্ষমতাসীন দলের দুই আইনপ্রণেতাকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বুধবার (১৮ মে) কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। ৯ মে ক্ষমতাসীন দলের হাজারো সমর্থক রাজধানী কলম্বোতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট রাজপাকসেকে দায়ী করে তার পদত্যাগ দাবি করে আসছিলেন। ওই সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে এবং ক্ষমতাসীন দলের ৭০ জন নেতার বাড়িতে হামলা চালানোর পর তৎকালীণ প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ভাই মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসের দলের দুই এমপিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পরে রাতেই তাদের গ্রেফতার করা হয়। ওই কর্মকর্তা বলেন, দুই এমপির বিরুদ্ধে প্রমাণ থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে সনাথ নিশান্তা ও মিলান জয়তিল্কেসহ ২২ জন রাজনীতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ছেলে নামালও এই তালিকায় ছিলেন। তাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুসারে, সহিসংতায় ২২৫ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ জানিয়েছে, সহিংসতা ও পাল্টা হামলার ঘটনায় তারা এখন পর্যন্ত ৫০০ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন
ঋণ পেতে সম্পত্তির দাম বাড়িয়ে দেখিয়েছেন ট্রাম্প!
সিরিয়ার পূর্বাঞ্চলে দুই দিনের সংঘর্ষে নিহত অন্তত ২৫
জাতিসংঘে নাম না করে কানাডার সমালোচনা ভারতের