November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 31st, 2023, 8:00 pm

সহিংসতা ও অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকতে বাংলাদেশের সব পক্ষের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতায় মানুষ নিহত ও আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিব।

মুখপাত্র বলেন, সহিংসতা বা অতিরিক্ত বলপ্রয়োগ অথবা নির্বিচারে আটক করা থেকে বিরত থাকার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘আমি মনে করি না, কেউ নির্বাচন নিয়ে আগে ভাগে সিদ্ধান্ত নিতে চায়।’

৩০ অক্টোবর জাতিসংঘে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমি যেমনটা বলেছি, সহিংসতা বিষয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। আমরা এখনও মনে করি যে নির্বাচনের আগে সমস্ত মানুষের নিজেদের মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থাকা গুরুত্বপূর্ণ।’

—-ইউএনবি