October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 15th, 2022, 7:33 pm

সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি ধর্ষণ মামলায় গ্রেপ্তার কাউন্সিলরের

গ্রেপ্তারের সংবাদ প্রচার করায় জেল থেকে বের হয়ে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিলেন বরিশালে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া বরিশালের ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালাম। তাকে শনিবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত চত্বর থেকে যাওয়ার সময় সাংবাদিকের এই হুমকি দেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা সহযোগিরা সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেন।

কাউন্সিলর কালাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, `সারাজীবন আমি জেলে থাকমু না। বাইরাইয়া দেখমু আপনেগো বিষয়টা। যা করছেন হেয়া ভালো করেন নাই।`

এদিকে সাংবাদিকরা আদালত প্রাঙ্গণে কালামের ছবি তোলায় কালামের সহযোগিরা সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেয়।

আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, অপরাধীর অপরাধের মাত্রা যখন বেশি হয়ে যায় তখন সে কান্ডজ্ঞান হারিয়ে ফেলে। তেমনটা এখানেও ঘটেছে। কালাম মোল্লার কর্মকাণ্ডে ওই এলাকার লোকজনও অতিষ্ঠ। এরপরও সাংবাদিকদের হুমকি দেয়াটা তার চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তুলেছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে এয়ারপোর্ট থানায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা কালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন এক নারী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে কাউন্সিলর কালাম ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছেন। দুপুরে মামলা হলে, সন্ধায়ই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শনিবার দুপুরে, বরিশাল মহানগর হাকিম আদালতে তাকে আনা হলে বিচারক পলি আফরোজ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, সকাল থেকেই কাউন্সিলর কালাম মোল্লার অনুসারীরা আদালত চত্বরে অবস্থান নেন। আসামি কালামকে আদালতে আনা নেয়ার পুরো সময়টাতেই ছবি তুলতে বাধা দেয় কাউন্সিলের লোকজন।

—ইউএনবি