অনলাইন ডেস্ক :
অন্তর্জালে দেখা যাচ্ছে, ভাইরাল ওই ছবিতে কাউকে একটি জুতা এগিয়ে দিচ্ছেন বলি এই অভিনেত্রী। ওই মুহূর্তের ভিডিও এরইমধ্যে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা যায়, মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে মা সোনি রাজদান আর বোন শাহিন ভাটকে সাথে নিয়ে রাতের ডিনার খেতে গিয়েছিলেন আলিয়া। খাবার খাওয়ার পর রেস্টুরেন্ট থেকে বের হতেই পাপ্পারাজিদের কবলে পড়েন অভিনেত্রী। ফটো সাংবাদিকদের আবদারে আলিয়া মা আর বোনকে নিয়ে অনেক ছবিতে পোজও দেন। তবে নায়িকার ছবি আগে তোলার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল সাংবাদিকদের মধ্যে।
আর এ কারণে এক সাংবাদিকের জুতা খুলে যায়। বিষয়টি আলিয়ার চোখে পড়া মাত্রই তিনি জিজ্ঞেস করেন এ জুতাটি কার? আলিয়া হাতে সে জুতা নেয়ায় রীতিমতো অবাক হয়েছেন সাংবাদিকরা। তবে আলিয়া জিজ্ঞাসা করে ওই জুতার মালিককে জুতাটি ফিরিয়ে দিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন। এত বড় জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পরও সাধারণ মানুষের মতো আচরণ করায় অবাক যেমন সাংবাদিকরা হয়েছেন তেমনি হয়েছেন নেটিজেনরাও। এমন ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, সফলতা এখনও অহংকারী করে তোলেনি আলিয়াকে।
আরেকজন লিখেছেন, সাফল্য যতই পাক না কেন, আলিয়া মাটিতে পা রেখে চলতেই পছন্দ করেন। তবে অনেকে এ ভিডিও দেখোর পর নেতিবাচক মন্তব্যও করেছেন। তাদের মতে, খুব শিগগিরই ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রকি অউর রানি কি প্রেমকহানি’। এমন আচরণ হতে পারে আলিয়ার নতুন সিনেমা প্রচারের কৌশল।
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী