প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রহমান খান আর নেই।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুর রহমান রাত ২টা ৩০মিনিটে ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লিভারের জটিল রোগে আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার দুপুর দেড়টায় প্রেসক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট
‘নৃশংস ঠান্ডায়’ কাবু যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল
খুলনায় নির্ধারিত মূল্যের বেশি দিয়ে কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার