দৈনিক আমদের কণ্ঠ’র বিশেষ প্রতিবেদক, জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এস এম জালাল আহমেদ মারা গেছেন। রবিবার ভোরে রাজধানীর উত্তরার বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
জাতীয় প্রেসক্লাবের (জেপিসির) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জালাল আহমেদ দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ভোর ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জালাল আহমেদকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে জালাল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
কিভাবে যাব সেতু দিয়ে ?
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিট সচল, গ্রিডে যোগ হচ্ছে ২৮৫ মেগাওয়াট
মন্ত্রণালয় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে পলিসি সহায়তা দেবে: রিজওয়ানা হাসান