July 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 27th, 2023, 1:11 pm

সাংবাদিক তাজ উদ্দিনের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএফইউজে ও এসএমইউজে

জেলা প্রতিনিধি, সিলেট:

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন -এসএমইউজের সদস্য, জেলা বারের আইনজীবী দৈনিক শুভ প্রতিদিনের সহকারী সম্পাদক, দৈনিক সিলেটের ডাকের সাবেক ডেপুটি চিফ রিপোর্টার মুহাম্মদ তাজ উদ্দিনের উপর আদালত প্রাঙ্গণে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সভাপতি মুহাম্মদ এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ।

আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ সন্ত্রাসী হাম তাজ উদ্দিন রক্তাক্ত আহত হওয়ার খবরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তদন্তপূর্বক হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।