October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, June 17th, 2023, 4:03 pm

সাংবাদিক নাদিম হত্যা: পঞ্চগড় থেকে ইউপি চেয়ারম্যান বাবু আটক

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সন্দেহভাজন জামালপুরের সাধুরপাড়ার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৭ জুন) ভোর ৫টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন থেকে বাবুসহ তিনজনকে আটক করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন।

তিনি জানান, সীমান্ত পেরিয়ে দেশ ছেড়ে পালানোর সময় শনিবার (১৭ জুন) ভোর ৫টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়ন থেকে বাবুসহ তিনজনকে আটক করে র‍্যাব সদস্যরা।

তিনি আরও জানান, র‍্যাব পরে এই বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে।

এদিকে, গোলাম রব্বানীর স্ত্রী মনিরা বেগম অভিযোগ করেন- ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে সংবাদ প্রতিবেদন বিষয়ে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, ১৪ জুন গোলাম রাব্বানী বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলায় একদল সন্ত্রাসীর হামলার শিকার হন। হামলাকারীরা তাকে অজ্ঞান অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনিরা দাবি করেন, ঘটনার আগে তার স্বামী বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছিলেন এবং চেয়ারম্যানের সহযোগীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

—-ইউএনবি