October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 17th, 2022, 1:28 pm

সাংবাদিক নির্যাতনে জাবির ১১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সাংবাদিক নির্যাতনের অভিযোগে ১১ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- মো. আসাদুল হক, আরিফুজ্জামান সিজান, রায়হান হাবিব, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মির্জা শাহনূর উল হক জিয়ান, মীর হাসিবুল হাসান রিশাদ, মুনতাসির আহমেদ তাহরিম, মো. জাহিদ নজরুল, ইমরান বাশার, জায়েদ-বিন-মেহেদী এবং এএস নাফিস হোসেন।

এর মধ্যে আসাদুল হককে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বাকি ১০ জনকে একই সময়ের জন্য সাময়িক বহিষ্কার এবং প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে জরুরি সিন্ডিকেট সভায় এ ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছেন জাবি সিন্ডিকেট সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২ আগস্ট অভিযুক্ত শিক্ষার্থীরা একটি অনলাইন পোর্টালে কর্মরত এক সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি গেস্টরুমে ডেকে নিয়ে নির্যাতন করে।

পরে রাতেই বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) জাবি শাখা আট নেতাকর্মীকে চিহ্নিত করে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে।

—ইউএনবি