October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 14th, 2022, 8:21 pm

সাইফের ৪৯৪ মিনিট লড়াইয়ের ম্যাচ ‘ড্র’

অনলাইন ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ৪৯৪ মিনিট ব্যাট করেছিলেন সাইফ হাসান। বাংলাদেশের হয়ে ব্যাটিং বীরত্ব দেখাতে পেরেছেন কেবল তিনি-ই। পেয়েছেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিও। শেষ পর্যন্ত দ্বিতীয় চারদিনের ম্যাচটি ড্রয়ে শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। অবশ্য এমন ম্যাচটি যে ড্র ভাগ্য বরণ করতে যাচ্ছে তার আভাস মিলছিল শুরু থেকে। প্রথম দিনের বেশির ভাগ ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় দিনেও ছিল প্রায় একই অবস্থা। সেন্ট লুসিয়ায় তার পর টস হেরে ব্যাট করেছে বাংলাদেশ ‘এ’ দল। সফরকারীরা ৯ উইকেটে ৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে। ৩ নম্বরে নেমে প্রতিরোধ গড়ে খেলেছেন একমাত্র সাইফ হাসান। ৩৪৮ বলে ১৩ চার ও ৪ ছক্কায় করেন সর্বোচ্চ ১৪৬। জাকের আলীর ৩৩ ছাড়া আর কেউ ত্রিশের কোটায় পৌঁছাতে পারেননি। জবাবে ক্যারিবীয়দের ‘এ’ দল ৫ উইকেটে ২৭৭ রান করতে পেরেছে। শতক হাঁকান শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণ চন্দরপল। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ১০৯ রান করেছেন। খেলেছেন ৩৩৭টি বল। তাছাড়া ৮২ রান করেন আথানাজ। দ্রুত গতিতে খেলে ১২১ বলের ইনিংসটি খেলে সাজঘরে ফিরেছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাঈম হাসান। মৃত্যুঞ্জয় চৌধুরী নিয়েছেন ২টি।