November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 10th, 2023, 7:43 pm

সাউথ্যাম্পটনে আর্জেন্টাইন মিডফিল্ডার

অনলাইন ডেস্ক :

জানুয়ারির দলবদলে দ্বিতীয় খেলোয়াড় কিনল সাউথ্যাম্পটন। রেসিং ক্লাব থেকে তারা দলে টেনেছে আর্জেন্টাইন মিডফিল্ডার কার্লোস আলকারাসকে। আলকারাসের প্রিমিয়ার লিগের দলটিতে যোগ দেওয়ার বিষয়টি সোমবার বিবৃতি দিয়ে জানায় রেসিং ক্লাব। ২০ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানতে ১ কোটি ৩৫ লাখ ইউরোর বেশি গুনতে হয়েছে সাউথ্যাম্পটনকে। এ ছাড়া ১৫ শতাংশ সেল-অন ফিও প্রদান করেছে ইংলিশ ক্লাবটি। ২০২০ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় আলকারাসের। এরপর থেকে এখন পর্যন্ত ৮৩ ম্যাচ খেলে ১২টি গোল করেছেন তিনি। নামের পাশে অ্যাসিস্ট রয়েছে ৬টি। এই দলবদলে কার্লোস আলকারাসের আগে ক্রোয়েশিয়া ফরোয়ার্ড মিসলাভ অরসিচকে দলে ভেড়ায় সাউথ্যাম্পটন। ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে সাউথ্যাম্পটন। নিজেদের পরবর্তী ম্যাচে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে আজ বুধবার তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।