October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 24th, 2023, 7:39 pm

সাকলায়েনের মেয়ের জামাই শাদাব খান

অনলাইন ডেস্ক :

সাবেক ক্রিকেটারদের সঙ্গে নিয়মিতই পারিবারিক সম্পর্কে জড়াচ্ছেন পাকিস্তানের বর্তমান ক্রিকেটাররা। দলটির সেরা নম্বর পেস তারকা শাহিন শাহ আফ্রিদির সঙ্গে সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মেয়ের বিয়ের পাকা কথা হয়ে আছে- এটা সবাই জানেন। এবার পাকিস্তানি লেগ স্পিন কিংবদন্তি সাকলায়েন মুশতাকের মেয়ের সঙ্গে গাটছড়া বেঁধে ফেললেন তারকা অল-রাউন্ডার শাদাব খান। সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের খবর জানিয়ে শাদাব লিখেছেন, ‘আমি আমার মেন্টর সাকি ভাইয়ের (সাকলায়েন মুশতাক) পরিবারের সদস্য হতে যাচ্ছি। যখন থেকে ক্রিকেট খেলা শুরু, পারিবারিক জীবনকে আলাদা রাখতে চেয়েছি। আমার পরিবারও জনসম্মুখ থেকে আলাদা থাকতে চেয়েছে। একই কথা বলেছে আমার স্ত্রী। সেও নিভৃতে জীবন কাটাতে চায়। সবাইকে তার (স্ত্রী) পছন্দ এবং পরিবারের পছন্দের প্রতি সম্মান জানাতে অনুরোধ করব।’ শেষে মজা করে শাদাব লিখেছেন, ‘কেউ উপহার পাঠাতে চাইলে আমার অ্যকাউন্ট নাম্বার দিতে পারি’। পাকিস্তানের ‘ডন’ নিউজ নিশ্চিত করেছে, শাদাবের স্ত্রী হলেন সাকলায়েন মুশতাকের মেয়ে। পাকিস্তানি অল-রাউন্ডারের বিয়ের খবরে সতীর্থরা তাকে অভিনন্দনে ভাসিয়ে দিচ্ছেন। বিপিএল খেলতে আসা ইফতেখার আহমেদ লিখেছেন, ‘এই মানুষটি এখন থেকে শুধু ভাই নয়, দুলাভাইও হয়ে গেছে। ভাইজানদের ক্লাবে স্বাগত শাদাব। শুভকামনা রইল।’