October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 1st, 2022, 8:12 pm

সাকিবকে টেস্ট অধিনায়ক করা নিয়ে সংশয়ে বিসিবি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক। নতুন কে এই দায়িত্ব নেবেন, তা নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব আল হাসানকে পরবর্তী টেস্ট অধিনায়ক করা হবে কি না তা নিশ্চিত নয়। টেস্ট অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ বৃহস্পতিবার বোর্ড সভায় বসছে বিসিবি। গত কয়েক মৌসুমে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন সাকিব। এ ব্যাপারে ক্রিকবাজকে নাজমুল হাসান বলেন, ‘সাকিব যেকোনো ফরম্যাটেই অধিনায়ক হতে পারেন। কিন্তু সে নিয়মিত টেস্ট ক্রিকেট খেলবে কি না তা আমাদের জানতে হবে। সাকিব অধিনায়ক ছিলেন। তার অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু তাকে নিয়মিত পাওয়া নিয়ে নিশ্চয়তা দরকার।’ বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমাদের প্রথমে তার (সাকিব) সঙ্গে আলোচনা করতে হবে। আমরা হুট করেই কাউকে অধিনায়ক করতে পারি না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।’
সাকিব বেশ কিছুদিন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ছিলেন। ২০১৯ সালে আইসিসি এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া পর মুমিনুল হককে অধিনায়কের দায়িত্ব দিয়ে ছিল বিসিবি। মুমিনুল ১৭ টেস্টে বাংলাদশকে নেতৃত্ব দেন।