নিজস্ব প্রতিবেদক:
অবশেষে শঙ্কাটাই সত্যি হতে যাচ্ছে। সাকিব আল হাসানকে এখন থেকে ক্রিকেটের তিনটি ফরম্যাটে আর নিয়মিত পাবে না বাংলাদেশ। টেস্ট অথবা টি-টোয়েন্টি এর মধ্যে যে কোনো একটি ফরম্যাট থেকে বিরতি নেবেন তিনি। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার। তবে কোন ফরম্যাট, সেটা নির্দিষ্ট করে বলেননি তিনি। মূলত করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টিন ও বায়োবাবলের কারণে হাঁপিয়ে ওঠেছেন সাকিব। এর বাইরে যুক্তরাষ্ট্রে তার পরিবার রয়েছে। সেখানে যাওয়া-আসা করতে হয়। সবমিলিয়ে ঠিকভাবে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তার। এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ তা আমি জানি। আর কোনটাকে প্রাধান্য দিতে হবে সেটাও জানা আছে। এখন সময় এসেছে টেস্ট নিয়ে চিন্তা করছি, এটাই সত্য। আমি আদৌ টেস্ট খেলবো কি না কিংবা খেললেও কীভাবে খেলবো। ওয়ানডে ফরম্যাটে যেগুলো পয়েন্ট সিস্টেমে হয় সেখানে আমার খেলা দরকার আছে কি না তাও ভাবার সময় এসেছে। এর বিকল্প নাই। তবে এটা বলছি না যে আমি টেস্ট খেলবো না।’ তিনি আরও বলেন, ‘এমনও হতে পারে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে আর খেলবো না। তখন ওয়ানডে আর টেস্ট খেললাম। কিন্তু একসঙ্গে তিনটা সংস্করণে খেলা সম্ভব না।’ এটা নিয়ে বিসিবির সঙ্গে পরিকল্পনা করা জরুরি জানিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘পরিকল্পনা নিয়ে সামনে আগানোটা বুদ্ধিমানের কাজ। হয়তো জানুয়ারির মধ্যে পরিকল্পনাগুলো করলে পুরো বছরে কী করতে হবে তা জানতে পারবো।’
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’