October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 25th, 2021, 12:40 pm

সাঙ্গু নদীতে ডুবে পর্যটকের মৃত্যু, ভাইবোন নিখোঁজ

ছবি: সংগৃহীত

বান্দরবানে ঝর্ণার পানিতে গোসল করতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে মারিয়া ইসলাম (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহনাফ আকিব (২২) ও মারিয়া আদনীন (১৯) নামে দুই সহোদর নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, গত বুধবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ থেকে ১০ জনের একটি পর্যটকের দল বান্দরবান ভ্রমণে যান। শুক্রবার দুপুরে তারা নৌকা নিয়ে সাঙ্গু নদীর উজানে জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বাদুড়া ঝর্ণায় যায়। সেখানে বিকাল ৩টার দিকে সবাই ঝর্ণার পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে ঝর্ণার প্রবল স্রোতে আকিব ও মারিয়া আদনীন তলিয়ে নিখোঁজ হন। তাদের উদ্ধার করতে অন‍্যরাও চেষ্টা চালায়। এই সময় আহানাফ আকিবও পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা অচেতন অবস্থায় মারিয়াকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এরহাদ হোসেন জানান, এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ অপর দু’জনের সন্ধানে শুক্রবার থেকে সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী কাজ করে যাচ্ছে।

—ইউএনবি