আসন্ন বোরো মৌসুমে চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সেদ্ধ চাল ও এক লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
বোরো ধান ও চাল সংগ্রহ ৭ মে থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
বোরো ধানের ক্রয়মূল্য কেজিতে ৩০ টাকা, সেদ্ধ চাল ৪৪ টাকা এবং গমের ক্রয়মূল্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালে কেজিতে ধানের দাম ছিল ২৭ টাকা, সেদ্ধ চালের দাম ছিল ৪০ টাকা এবং গমের দাম ছিল ২৮ টাকা।
বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সভায় অংশ নেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।
—-ইউএনবি
আরও পড়ুন
কয়লার সংকটে পায়রা পাওয়ার প্ল্যান্টের কার্যক্রম বন্ধ
বিএনপি শাসনামলের বিচারহীনতা থেকে আ. লীগ দেশকে মুক্ত করেছে: প্রধানমন্ত্রী
কবে নির্বাচনকালীন সরকার গঠন হবে তা প্রধানমন্ত্রীই ঠিক করবেন: আইনমন্ত্রী