September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 25th, 2023, 8:15 pm

সাদামাটা চরিত্রে জোভান-ফারিণের ঝগড়া

অনলাইন ডেস্ক :

ঘটনাটা বেশ অদ্ভুত অথবা আধ্যাত্মিক। যে দুজন মানুষ জীবনের অধিকাংশ সময় ঝগড়া আর একে অপরকে অপছন্দ করে চলেছে, তারাই নাকি ভর করেছে একে অপরের আত্মায়! চরিত্র দুটির পর্দা নাম হাসিব ও মেঘা। যাদের জন্ম, শৈশব, কৈশোর ও যৌবনের একাংশ কেটেছে প্রায় একসঙ্গে। অথচ চলনে-বলনে দুজনেই বিপরীতমুখো। এমনই দুই চরিত্র নিয়ে এই ঈদে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। সময়ের দুই জনপ্রিয় মুখ নিয়ে ‘সুইচ’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এর গল্প ও চিত্রনাট্য নির্মাতারই লেখা।

রাফাত জানান, ‘গল্পটি একেবারে সাদামাটা দুটো চরিত্রকে নিয়ে। হাসিব ও মেঘা। একই সড়কে বাসা। স্কুল, কলেজ পেরিয়ে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা। দুজনের মধ্যে মনের মিল তো নেই-ই; বরং সারাক্ষণ তারা ঝগড়ায় মেতে থাকে। এভাবে চলতে চলতে একটা অতিপ্রাকৃত বা অলৌকিক ঘটনা ঘটে দুজনার জীবনে। সেটি বেশ রোমাঞ্চকর এবং মজারও বটে। আশা করছি নাটকটি দেখে যেমন মজা পাবেন দর্শকরা, তেমনি রোমাঞ্চ অনুভব করবেন।’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘সুইচ’ নাটকটি ঈদ আয়োজনে উন্মুক্ত হচ্ছে ইউটিউব চ্যানেলে।