অনলাইন ডেস্ক :
আগেই জানা গিয়েছিল দুই দফায় বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। ইতোমধ্যে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে ইতিহাস গড়ে সফরকারীদের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। এবার মাঠে নামার পালা তাদের বিপক্ষে সিরিজের ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামার। যা কিনা অনুষ্ঠিত হবে ঈদের পর চট্টগ্রামে এবং সিলেটে। আর তার আগে গত শনিবার শেষদিনের মত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে নেমেছিল টাইগাররা। তবে এদিন অনুশীলনে ছিলো না স্কোয়াডের বেশ কিছু ক্রিকেটার। আগে থেকেই গিয়েছিলেন ছুটিতে। নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেনরা গিয়েছেন নিজ এলাকায় ঈদ পালন করতে। অবশ্য আগে যাওয়ার কারণ তারা এবার বেশি ছুটি পাবে না।
আগামী ২৯ জুন ঈদ পালন করেই তারা ছুটবে চট্টগ্রামের উদ্দেশ্যে। কারণ ১ জুলাই থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডের ম্যাচের আগে অনুশীলন ক্যাম্প। এদিকে গত শনিবার ঢাকায় টাইগারদের শেষদিনের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। এ সময় ওয়ানডে বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিপক্ষে খেলাকে সেরা প্রস্তুতি হিসেবে আখ্যা করে তিনি বলেন, ‘দেখুন, এই সবকিছুই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। মূল লক্ষ্য অবশ্যই বিশ্বকাপ ও এশিয়া কাপ। আফগানিস্তান সিরিজের চেয়ে ভালো কোনো প্রস্তুতি আমরা আর চাইতে পারতাম না। তারা খুবই, খুবই ভালো ওয়ানডে দল। তারা খুবই শক্ত প্রতিপক্ষ। এটা রোমাঞ্চকর সিরিজ হবে এবং খুবই কঠিন সিরিজ হবে।’
এর আগে ২০১৯ সালে প্রথমবারে যখন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলতে নেমেছিলো সেবার তাদের সেরা বোলার রশিদ খান দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশকে বড় বিপদে ফেলেছিল। তবে চোটের শঙ্কায় এ সিরিজের মিরপুর টেস্টে রশিদ খানকে ছাড়া রাখেনি সফরকারীরা। কিন্তু নির্ধারিত ওভারের খেলা ফিরতেই স্কোয়াডে যুক্ত হয়েছেন তিনি। এর সঙ্গে আসছেন রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, মুজিব উর রহমানরাও। আর সাদা বলে এই দল বেশ কঠিন প্রতিপক্ষই। এ প্রসঙ্গে পোথাস বলেন, ‘তারা খুবই ভালো ওয়ানডে দল। তাদের বেশির ভাগ খেলোয়াড় এখন সতেজ। তারা একটা বিরতির পর সতেজ হয়ে ফিরবে। তারা গর্বিত জাতি। টেস্ট ম্যাচে হারটা তাদের সামনের ম্যাচগুলোতে তাতিয়ে দিতে পারে।’
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’